বিশ্ববাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।
সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ঘোষণা এসেছে।
আমরা যখন বাইরে থাকি বা গনপরিবহণে চলাচল করি, সাবান (soap) বা হ্যান্ড ওয়াশ (hand
wash) দিয়ে হাত ধোঁয়া সম্ভব হয় না। তাই সেসময় হ্যান্ড স্যানিটাইজারই একমাত্র ভরসা।
সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পক্ষ থেকে ঘোষণা এসেছে।
আমরা যখন বাইরে থাকি বা গনপরিবহণে চলাচল করি, সাবান (soap) বা হ্যান্ড ওয়াশ (hand
wash) দিয়ে হাত ধোঁয়া সম্ভব হয় না। তাই সেসময় হ্যান্ড স্যানিটাইজারই একমাত্র ভরসা।
ভাইরাসজনিত অসুখগুলো
সাধারণত হাত-পা থেকে ছড়ায়। তাই বাইরে থেকে ঘরে ফেরার পর ভালভাবে হাত-পা ধোয়া প্রয়োজন।
সাধারণত হাত-পা থেকে ছড়ায়। তাই বাইরে থেকে ঘরে ফেরার পর ভালভাবে হাত-পা ধোয়া প্রয়োজন।
আমরা এখন জানি যে, ভাইরাসটি
নিজে থেকে ধ্বংস হবে না। ভাইরাস প্রতিরোধক করতে কোন ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কৃত
হয়নি। এই রোগ থেকে রক্ষার একমাত্র উপায় হলো অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না
দেয়া।
নিজে থেকে ধ্বংস হবে না। ভাইরাস প্রতিরোধক করতে কোন ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কৃত
হয়নি। এই রোগ থেকে রক্ষার একমাত্র উপায় হলো অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না
দেয়া।